top of page
Untitled Design (1).png

MINION"s

Give your pet safe journey

সকল পেট লাভার দের জন্য সুখবর
সমগ্র বাংলাদেশ এ আমরা নিয়ে এসেছি পেট ক্যারিয়ার সার্ভিস,আপনার আদরের পেট কে ক্যারি করার জন্য যোগাযোগ করুন আমাদের ইনবক্স কিংবা নাম্বারে।
সুলভ মূল্যে আমরাই দিচ্ছি বাংলাদেশে প্রথম আপনার পোষা প্রানিটিকে আপনার গন্তব্যে পৌছে দিতে আমরা সর্বদা ওয়াদাবদ্ধ।
তাই আর টেনশান না করে আজই যোগাযোগ করুন আমাদের সাথে।

facebook.com/minionspetservice

বি: দ্র- অর্জিত সকল অর্থ নিরিহ বোবা প্রানীদের কল্যানে ব্যয় করা হয়।দয়া করে
আমাদের সেবামূল্য নিয়ে দরকষাকষি করবেন না।

WE DON'T SELL ANY CAT

Home: Welcome

Who We Are

Our Roots

দীর্ঘ ৫ বছর ধরে MINIONs পেট ক্যারি করে আসছে। আমরা যখন পেট ক্যারি শুরু করি তখন আমরা প্রচার বিমুখ ছিলাম।কিন্তু ইদানিং প্রচারে আসার কারন হলো আমাদের MINIONs এর স্বত্বাধিকারী দিন দিন বেড়েই চলেছে,তাই মালিক পক্ষের কিছু আবদার আর বিলাসি জিবন সচল রাখতে আমাদের একটু লাইম লাইটে আসা।
আমরা গ্রাহকের সেবার মান নিয়ে কখনো আপোষ করি না তাই হয়তো আমাদের সেবামূল্য একটু বেশি মনে হতে পারে আপনাদের কাছে।কিন্তু এই সেবা মূল্য আপনার প্রানীর সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করনের জন্যেই নেয়া হয়ে থাকে।
আমাদের পেইজের মাধ্যমে অর্জিত সকল অর্থই আমাদের স্বত্বাধিকারীরা ভোগ করে থাকেন ( কোন মানুষ এই পেইজের স্বত্বাধিকারী নয় কিছু বোবা প্রানি এই পেইজের স্বত্বাধিকারী )
সাম্প্রতিক সময়ে অনেকেই এই জিনিস টা ব্যাবসা হিসেবে নিয়েছেন।সেটা ভালো আমাদের কে কেউ ফলো করছে এই জিনিস আসলেই ভালো লাগে তবে ব্যাবসা করতে গিয়ে প্রানি গুলোর ক্ষতি করবেন না।বোবা প্রানীরা কথা বলতে পারে না তাদের কস্টের কথা বলার মত অবস্থা তাদের নেই।
আপনার প্রানীকে এমন কারো হাতে তুলে দেবেন না যার প্রানী সম্পর্কে কোন ধারনাই নেই।কিংবা এমন কারো হাতে তুলে দেবেন না যারা আপনার প্রানীকে শুধুই পন্য মনে করে।
কারো হাতে আপনার পেট তুলে দেয়ার আগে তার সম্পর্কে যথেস্ট ধারনা নিন,তাদের বিগত দিনের কাজের বিবরন দেখুন,তাদের সেবার মান এবং বিশ্বাসযোগ্যাতা যাচাই করুন।নাহলে হয়তো একটু ভুলেই আপনার প্রানীর জীবন হুমকিতে পড়তে পারে।

MINIONs প্রানী সেবায় সর্বদা নিয়োজিত।পেট ক্যারি ছাড়াও বিভিন্ন জরুরী প্রানী সেবায় আমরা সহায়তা করে থাকি।
ভালো থাকুক সকল প্রানীপ্রেমী।

ইতি
আপনাদের ভালোবাসার
MINIONs
Give your pet a sefe journey

Home: Who We Are
Home: Quote

Contact minionspetservice

Thanks for submitting!

Home: Contact

8801689777027

©2020 by minionspetservice. Proudly created with Wix.com

bottom of page